ঢাকা: দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
রোববার (৪ মে) ঝোড়ো হাওয়ার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান—রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে তাই ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ইইউডি/এসআরএস