ঢাকা: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে দুই নম্বর সতর্কতা সংকেত।
রোববার (১১ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, পাবনা জেলা ও সিলেট বিভাগের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর চেয়ে অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১৩ মে) দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে যেতে পারে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস। এতে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও কমে যেতে পারে গরমের দাপট।
ইইউডি/জেএইচ