সিলেট: সিলেটে জানান দিয়ে বিদায় নিচ্ছে বৈশাখ। কালবৈশাখী ঝোড়ো-বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে সিলেট।
বৈশাখের বিদায় লগ্নে বুধবার (১৪ মে) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ২শ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এর মধ্যে ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫৬ দশমিক দুই মিলিমিটার এবং সকাল ছয় থেকে ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৪৪ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
ভারী বর্ষণের কারণে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। প্রায় প্রতিটি এলাকার কোনো না কোনো বাসাবাড়িতে পানি উঠেছে। এতে করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
নগরের মুন্সিপাড়া, কেওয়াপাড়া, দরগামহল্লা, রাজারগলি, হাওয়াপাড়া, ভাতালিয়া, শিবগঞ্জ লামাপাড়া, উপশহরের বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ও রাস্তা-ঘাট ডুবে যায় ভারী বর্ষণে।
জলাবদ্ধতার বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ভারী বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমলেও পরে নেমে যায়। বিশেষ করে ড্রেনেজগুলো পরিষ্কারে বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মীরা কাজ করে যাচ্ছেন।
সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব আহমদ বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে সিলেটে বেশি বৃষ্টি হয়। চলমান পরিস্থিতি অব্যাহত থাকবে আরও কিছু দিন।
তিনি বলেন, সিলেটে একদিনে ২৫৬ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড আছে ২০২২ সালে।
এ অঞ্চলের জন্য এই বৃষ্টি স্বাভাবিক হিসেবে দেখছেন তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বৃষ্টির কারণে সিলেট অঞ্চলের কুশিয়ারা, দলাই, পিয়াইন, সারিগোয়াইন, সুনামগঞ্জের জাদুকাটা ও মৌলভীবাজারের মনু নদের পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
এনইউ/এএটি