ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

৩ দিন অতিভারী বৃষ্টির আভাস তিন বিভাগে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, মে ১৮, ২০২৫
৩ দিন অতিভারী বৃষ্টির আভাস তিন বিভাগে ফাইল ফটো

ঢাকা: দেশে তিনটি বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে আগামী তিন দিন। তবে পাহাড় ধসের কোনো আশঙ্কা আপাতত নেই বলে রোববার (১৮ মে) বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিকেলে আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার (২১ মে) সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বর্ষণকে অতিভারী বৃষ্টিপাত বলে থাকে আবহাওয়া অফিস।  

এদিকে অন্য এক পূর্বাভাসে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদী বন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।  

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।