ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

চলতি মাসে তিন অঞ্চলে বন্যার আভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, আগস্ট ৩, ২০২৫
চলতি মাসে তিন অঞ্চলে বন্যার আভাস ফাইল ফটো

ঢাকা: চলতি মাসে বৃষ্টিপাত দেশের তিনটি অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

রোববার (৩ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, আগস্ট মাসে মৌসুসি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আগস্টে বঙ্গোপসাগরে ১ থেকে ২ টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। কোথাও কোথাও ৫ থেকে ৬ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

অন্যদিকে আগস্টে দেশে বিচ্ছিন্নভাবে ১ থেকে ২টি মৃদু (৩৬-৩৮° সে.) তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।