ঢাকা: বঙ্গোপসাগরে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) আগামী তিন মাসের পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া বঙ্গোপসাগরে ৪-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১-২টি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ সময়ে দেশে ৬-১০ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ সময়ে দেশে ২-৩টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
ইইউডি/আরআইএস