ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, সেপ্টেম্বর ১৫, ২০২৫
সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা  বৃষ্টির কারণে সিলেটের একটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে/ছবি: মাহমুদ হোসেন

সিলেটের তিন জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বেড়ে চলেছে এ অঞ্চলের নদ-নদীর পানি।

বিশেষ করে কুশিয়ারার পানি জেলার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুরমা কুশিয়ারা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এই পানি আরও বাড়তে পারে। এতে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।  

সিলেটের তিন জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরই মধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ১৫ দশমিক ৪০ ছাড়িয়ে ১৫ দশমিক ৬৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডও এই তথ্য নিশ্চিত করেছে।  

কুশিয়ারা ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। সোমবার পর্যন্ত পানি বেড়ে ৯ দশমিক ১১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে  অর্থাৎ ৩৪ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। শেওলা পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার নিচে রয়েছে। এই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৫, সেখানে ১২ দশমিক ৪৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ডেঞ্জার লেভেল ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। সোমবার ১১ দশমিক ৪৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহমান রয়েছে। ডেঞ্জার লেভেলের মাত্র ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহমান রয়েছে। তবে সিলেট পয়েন্টে সুরমার পানি ৮ দশমিক ৩৬ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ২ দশমিক ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহমান রয়েছে। এই পয়েন্টে সুরমার ১০ দশমিক ৮০ সেন্টিমিটার।

সীমান্তবর্তী পাহাড়ি নদী কানাইঘাটের লোভাছড়া, জৈন্তাপুর সারি নদী, জাফলং পিয়াইন নদী, গোয়াইনঘাটের সারি গোয়াইন নদীর পানি বৃদ্ধি পেলেও এখন বিপৎসীমার অনেক নিচে রয়েছে।   

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ ছাড়াও রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও মিজোরামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের কয়েকটি অঞ্চলের নদ-নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

আবহাওয়াবিদ কে এম নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেটসহ ছয়টি বিভাগে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় কোথাও কোথাও ৪৪ দশমিক ৮ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।  

অবশ্য সিলেটে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিস সূত্র।  

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।