ঢাকা: মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানির সমতল আগামী তিনদিন বাড়তে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানির সমতল কমছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, বর্তমানে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগের চেয়ে কমছে।
উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলে একট ঘূর্ণাবর্ত বিদ্যমান রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর অথবা সন্নিহিত সময়ে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ৭২ ঘণ্টা (২৩ সেপ্টেম্বর পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। এ সময়ে তিস্তা নদী লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পানি সমতল ২য় ও ৩য় দিন হ্রাস পেতে পারে।
এদিকে চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে এবং এ সময়ে নদীসমূহ ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
ইইউডি/আরআইএস