মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপলো সিলেট।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভুতি হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট সংলগ্ন ছাতকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ মাত্রা।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ সজিব হোসেন।
তিনি জানান, রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৫ কিলোমিটার।
এর আগে ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিট ১৭ সেকেন্ডে রিখটার স্কেলে ৫ দশমিক ৮ ভূমিকম্প অনুভুত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ কিলোমিটার দূরে ভূটানে।
এদিকে হালকা ভূমিকম্প হওয়ার কারণে নগরের বাসিন্দাদের অনেকে টের পাননি। তবে কেবল একটি ঝাঁকুনি অনুভব করতে পেরেছেন বলে জানান, নগরের লালাদিঘীরপার এলাকার বাসিন্দা মাসুদ আহমেদ রণি।
নগরের মুন্সিপাড়ার বাসিন্দা সুমন আহমদ বলেন, বাসায় বসা অবস্থায় হালকা ঝাঁকুনি অনুভব করেছি। তবে ভূমিকম্পে যানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এনইউ/এএটি