ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বইমেলায় এলো ফারহানা মোস্তফার ‘নারী ও কোরআন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
বইমেলায় এলো ফারহানা মোস্তফার ‘নারী ও কোরআন’

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখিকা ফারহানা মোস্তফা লিজার গবেষণাধর্মী বই ‘নারী ও কোরআন’।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) শব্দশিল্পের স্টলে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

শব্দশিল্পের স্বত্বাধিকারী মো. শরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন।

তিনি বলেন, প্রযুক্তির এ যুগে ফারহানা মোস্তফা লিজার মতো তরুণ লেখকরা যখন গবেষণাধর্মী বই লেখার চেষ্টা করে এটা আমাদের জন্য উৎসাহ ব্যাঞ্জক। আমাদের উচিত তরুণ লেখকদের সঠিক পথনির্দেশনা দেওয়া, যাতে তারা সামনে এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সভাপতি নাসিমা আক্তার সোমা, লেখিকার স্বামী সাবেক সামরিক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মেজর শরিফুজ্জামান, সার্ভিস সলিউশনস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ সাংবাদিক ও পরিবারের সদস্যরা।

নিজের বই প্রসঙ্গে লেখিকা ফারহানা মোস্তফা লিজা বলেন, নারী ও কোরআন আমার দ্বিতীয় বই। গবেষণাধর্মী এ বইয়ে আমি চেষ্টা করেছি একজন নারীর জন্য আল কোরআনে বর্ণিত বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে আসতে।

অমর একুশে বইমেলা ২০২৩ সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শব্দশিল্পের স্টল ১৮৮, ১৮৯, ১৯০ তে পাওয়া যাবে বইটি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।