ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের কমিটির প্রথম সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের কমিটির প্রথম সভা

ঢাকা: বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় সংগঠনের নতুন সভাপতি গিটার গুরু হাসানুর রহমান বাচ্চুকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান সদস্যরা।

এ সময় উপস্থিত নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আজিজকেও শুভেচ্ছা জানানো হয়।

সভায় বক্তারা বলেন, যন্ত্র সঙ্গীতের অন্যতম উপকরণ হাওয়াইয়ান গিটার। এর প্রসারে এই সংগঠন সক্রিয় আছে। ক্ল্যাসিক্যাল মিউজিকচর্চা করতে চান যারা, তাদের জন্য দেশের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে আরও গতিশীল হবে সংগঠনটি, এ আকাঙ্ক্ষা প্রকাশ করেন নতুন নেতারা।

৭ জুলাই বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।