ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

কুমিল্লায় সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
কুমিল্লায় সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা: লিড ব্যাংক হিসেবে এক্সিম ব্যাংকের নেতৃত্বে কুমিল্লায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক কর্মসূচির আওতায় শনিবার (২৬ আগস্ট) কুমিল্লার ব্যুরো বাংলাদেশ সিএইচআরডিতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কুমিল্লার সব তফসিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোহসিন হোসাইনি। কর্মশালায় সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. শাহনাওয়াজ, মো, আল-আমিন রিয়াদ, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সোলাইমান মৃধা এবং এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলাম।

কর্মশালায় সমসাময়িক মানি লন্ডারিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং মানি লন্ডারিং প্রতিরোধে কার্যকরী পদ্ধতিসমূহ নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সনদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।