ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশ ব্যাংক-এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
বাংলাদেশ ব্যাংক-এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি

ঢাকা: টেকসই উন্নয়ন ও শিল্পের অগ্রযাত্রাকে অধিকতর ত্বরান্বিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ‘বাংলাদেশ ব্যাংক-লং টার্ম ফাইন্যান্সিং ফেসিলিটি (বিবি-এলটিএফ)’ এর অধীনে মার্কিন ডলারের মাধ্যমে রপ্তানিমুখী  গ্রাহকদের ঋণ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে এক্সিম ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানমসহ বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ চুক্তির অধীনে, এক্সিম ব্যাংকের রপ্তানিকারক এবং উৎপাদনমুখী খাতের গ্রাহকেরা তাদের ব্যবসায় সহায়তার জন্য এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।