ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এওএবি এর ১১তম বার্ষিক সাধারণ সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এওএবি এর ১১তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা: বেসরকারি অ্যাভিয়েশন সংশ্লিষ্টদের একমাত্র সংগঠন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) স্যামসন সেন্টারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এওএবি এর সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভার নেতৃত্ব দেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও মেঘনা অ্যাভিয়েশন এর চেয়ারম্যান মোস্তফা কামাল, মহাসচিব ও নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ এবং ইমপ্রেস অ্যাভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব ও সাউথ এশিয়ান এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান। এছাড়াও মেঘনা অ্যাভিয়েশনের প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার, বসুন্ধরা এয়ার ওয়েস এর প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমান, বেক্সিমকো অ্যাভিয়েশন এর প্রধান পরিচালন কর্মকর্তা গুলজার হোসেইনসহ আরও অনেক সম্মানিত ব্যক্তিরা।

সভা সংগঠনের সভাপতি বলেন, বর্তমানে দেশের অ্যাভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সংগঠনের মহাসচিব বলেন, জেট ফুয়েলের দাম, কাস্টমস জটিলতা ও সিভিল অ্যাভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এবং সারচার্জের ফলে এ খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে।

সভায় উপস্থিত সংগঠনের সদস্যরা বলেন, অ্যাভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন বেসামরিক বিমান পরবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশনসহ বিভিন্ন সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।