ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন বার্জারের সিওও মহসিন হাবিব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন বার্জারের সিওও মহসিন হাবিব

ঢাকা: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস: ২০২৪’-এ বর্ষসেরা ‘চিফ অপারেটিং অফিসার’র মর্যাদায় ভূষিত হয়েছেন।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় আয়োজিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘সিইও এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ার মাধ্যমে এ সম্মান জানানো হয়।

 

রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অসাধারণ ব্যবসায়িক নেতৃত্ব ও শিল্পে অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মহসিন হাবিব চৌধুরীকে ‘সিইও এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ার মাধ্যমে এ সম্মান জানানো হয়।  

বার্জার পেইন্টসে ২৯ বছরেরও বেশি গৌরবময় কর্মজীবনে মহসিন হাবিব চৌধুরী সব সময় উদ্ভাবনী, ইনক্লুসিভ ও উন্নয়নমূলক কাজ করেছেন। বার্জার যেমন তার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের পেইন্ট ও কোটিংস শিল্পে নতুন রূপরেখা পায়। তেমনি নিত্যনতুন মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে ব্যবসায় বৈচিত্র্য আনার পাশাপাশি নিয়মিত মার্কেট রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ক্যাটাগরি সম্প্রসারণের দক্ষতা প্রতিষ্ঠানে টেকসই উন্নতি এবং উৎকর্ষ অর্জনসহ ইনক্লুসিভ কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরি করতে পেরেছে।  

বার্জার পেইন্টস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী বলেন, আমরা মহসিন হাবিব চৌধুরীকে তার এ প্রাপ্য স্বীকৃতির জন্য অভিনন্দন জানাই। তার উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব বার্জারের সাফল্যকে এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এ পুরস্কার, এ স্বীকৃতি তার অসামান্য অবদানকে প্রতিফলিত করে।

বার্জারে মহসিন হাবিব চৌধুরীর নেতৃত্বে ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি উদ্ভাবনী উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সিসা-মুক্ত পেইন্ট ও ব্রিদ ইজি সিরিজের মতো পণ্য বাজারে এনেছেন, যা শুধু ইন্ডাস্ট্রিতে বার্জারের মান বাড়ায়নি বরং পেইন্ট শিল্পে উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করেছে। তার এমন প্রতিশ্রুতি পণ্যের গণ্ডি ছাড়িয়ে পানি সংরক্ষণ প্রযুক্তি এবং উৎপাদন কারখানায় উন্নত ইনসিনারেটর চালুর মতো পরিবেশবান্ধব উদ্যোগেও দেখা যায়। এসব পদক্ষেপ তার পরিবেশ সংরক্ষণ ও উৎপাদন দক্ষতার প্রতি এক ধরনের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।

তার অন্যান্য উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় বার্জার ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা। এ অগ্রণী উদ্যোগ শুধুমাত্র বার্জার নয় বরং দক্ষ পেইন্টার ও অ্যাপ্লিকেটর তৈরি করে দক্ষ কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে সমগ্র পেইন্ট শিল্পের ইকোসিস্টেমকে উন্নত করেছে।  

এছাড়া তিনি নারী-পুরুষ সমতার পক্ষেও কাজ করেছেন এবং দেশে প্রথম নারী পেইন্টারের মাধ্যমে সেবা দেবার যুগান্তকারী উদ্যোগ নেন। যার ফলে গ্রাহকদের নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগের সমাধানের পাশাপাশি নারী ক্ষমতায়নকে ব্যাপক প্রভাবিত করে।

শিল্পের প্রতি তার অবিচল নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য মহসিন হাবিব চৌধুরীর এ প্রাপ্য স্বীকৃতি প্রাপ্তিতে বার্জার পেইন্টস বাংলাদেশ বিশেষ সম্মান ও অভিনন্দন জানায়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।