ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

খুলনায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
খুলনায় ফ্রি মেডিকেল ক্যাম্প মেডিকেল ক্যাম্প

ঢাকা: গত শুক্রবার (৩ জানুয়ারি) খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা।

জানা যায়, সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী কমিটির বছরব্যাপী কর্মপরিকল্পনার অংশ হিসেবে সবার প্রচেষ্টায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে ছয়টি গ্রামের প্রায় ২৮০ জন নারী, ৯৫ জন পুরুষ এবং ২৫ জন শিশুসহ সর্বমোট ৪০০ জন সেবা প্রত্যাশীকে চিকিৎসাসেবা দেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শিমুল অধিকারী (এমবিবিএস, সিএমইউ, সিসিডি) মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ ডা. উম্মে হাবীবা, সিএমইউ (আল্ট্রা), পিজিটি (রেডিওলোজী ও ইমেজিং), ডা. সঞ্জয় কুমার (এমসিপিএস, এফসিপিএস, মেডিসিন বিশেষজ্ঞ)সহ চিকিৎসায় সম্পৃক্ত ব্যক্তিদের সমন্বয়ে সাতজনের একটি মেডিকেল টিম। এ ক্যাম্পের সফলতা ছিল সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল, যারা এ উদ্যোগটি বাস্তবায়নে কঠোর পরিশ্রম করেছেন।

উল্লেখ্য, স্বপ্নযাত্রা সংগঠনটি ২০২০ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য, শীতবস্ত্র ও চিকিৎসাসেবা দেওয়াসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্বপ্নযাত্রার এ প্রচেষ্টা অনুপ্রেরণার উৎস এবং স্বেচ্ছাসেবক নির্ভর উদ্যোগগুলোর জন্য একটি মাইলফলক, যা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।