ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভালের যাত্রা শুরু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভালের যাত্রা শুরু  ই-স্পোর্টস কার্নিভাল নিয়ে সংবাদ সম্মেলন।

ঢাকা: ওয়ার্ল্ড এআই অ্যান্ড রোবোটিকস্ ফাউন্ডেশনের (ডব্লিউএআরএফ) অধীনে পরিচালিত তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য নিবেদিত বাংলাদেশের প্রথম প্রোগ্রামিং ও রোবোটিকস্ কমিউনিটি বাংলাদেশ স্টুডেন্টস্ প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিকস্ ক্লাবের (বিএসপিআরসি) আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’।  

দেশব্যাপী তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ই-স্পোর্টস কার্নিভালের ‘কো-হোস্ট’ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ‘পাওয়ার্ড বাই’ পার্টনার গিগাবাইট এবং ‘মিডিয়া পার্টনার’ এটিএন বাংলা ও দ্য এশিয়ান এইজ।

 

এই মহাআয়োজনের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে  সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি ৪ তারকা হোটেলে সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডব্লিউএআরএফের প্রেসিডেন্ট ড. মাহবুবুর রহমান, বিএসপিআরসির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আলীমুজ্জামান, বিএসপিআরসির প্রতিষ্ঠাতা মিজ ফারহানা জাহান, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, গিগাবাইটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, এটিএন বাংলা’র সিনিয়র উপদেষ্টা (প্রোগ্রাম) জনাব নাওয়াজিহ আলী খান এবং স্টেট ইউনিভার্সিটি’র সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহ রেজা এম ফাহাদ হোসেন।

বিএসপিআরসি আয়োজিত এই ‘বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল ২০২৫’ প্রতিযোগিতামূলক গেমিং, উদ্ভাবন এবং প্রযুক্তি-ভিত্তিক অনুপ্রেরণার মিশেলে এই যুগান্তকারী ইভেন্টটি যুবসম্প্রদায়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।  

এই ইভেন্টে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম, যেমন: গেমিং মডেল ডিজাইন প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক মডেলসহ নতুন আইডিয়া প্রদর্শন (যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য), বট প্রতিযোগিতা (ব্যাটল বট, বট সকার ও লাইন ফলোয়িং পাজল সলভ), এবং ভার্চুয়াল গেম প্রতিযোগিতা।

এর মূল লক্ষ্য হলো তরুণদের গেমিং ও রোবোটিকস্রে ক্ষেত্রে সৃজনশীল দক্ষতা আবিষ্কার করতে অনুপ্রাণিত করা, আধুনিক চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা অর্জনে সহায়তা করা এবং তরুণ মেধাবীদের উদ্ভাবনী প্ল্যাটফর্ম প্রদান করা।  

ইভেন্টটির প্রত্যাশিত ফলাফলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের বৈশ্বিক ই-স্পোর্টস এবং রোবোটিকস্ প্ল্যাটফর্মে তাদের সম্ভাবনা প্রদর্শনের সুযোগ তৈরি করা এবং একটি স্মার্ট, ভবিষ্যৎ প্রস্তুত যুবসমাজ গড়ে তোলার ইঝচজঈ-এর মিশন বাস্তবায়ন করা।  

এই কার্নিভাল বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে তরুণ সম্প্রদায়ের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ জানুয়ারি থেকে অনলাইনে সারা দেশের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আঞ্চলিক বা প্রাথমিক পর্বের প্রতিযোগিতা শেষে রাজধানীতে গালা ইভেন্ট বা চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। রোবোটিকস্, মোবাইল ও পিসি গেমস্ এবং অ্যাপ্লিকেশনস্ বিষয়ে আগ্রহী যেকোনো তরুণ-তরুণী ও শিক্ষার্থী http://esportscarnival.com এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।