ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

কুর্মিটোলা গলফ ক্লাবে ১৫তম মবিল কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, ফেব্রুয়ারি ৩, ২০২৫
কুর্মিটোলা গলফ ক্লাবে ১৫তম মবিল কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

এম জে এল বাংলাদেশ পিএলসি-এর আয়োজনে শেষ হলো ‘১৫তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’।  

কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের পুল সাইডে ১৫তম মবিল কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে এম জে এল বাংলাদেশ পিএলসি-এর পরিচালক তানজিল চৌধুরী, সিইও মো. মুকুল হোসেন এবং কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বিজয়ী হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম সিকদার, রানার-আপ হয়েছেন এয়ার কমোডর মুনিম খান মজলিশ এবং নারী বিজয়ী মিসেস জিন সুক ইউন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।