ঢাকা: মো. মোস্তাফিজুর রহমান সিটিজেন্স ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। মো. মোস্তাফিজুর রহমান সিটিজেন্স ব্যাংকে যোগ দেওয়ার আগে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
মো. মোস্তাফিজুর রহমান ১৯৯৭ সালে ঢাকা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন শাখায় একনিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এম.কম এবং বি.কম (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। এছাড়াও মো. মোস্তাফিজুর রহমান ব্যাংক সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল হাব (আর্থিক কেন্দ্র) পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এএটি