ঢাকা: ট্র্যাডিশনাল সাইকেল ক্যাটাগরিরতে বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা আকিজ বাইসাইকেলের বিজয় ২৬ ইঞ্চি মডেলটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায়, আকিজ বাইসাইলের নতুন সংযোজন ‘বিজয়’২৪ ইঞ্চি মডেল।
গত ২০ ফেব্রুয়ারি আকিজ ভেঞ্চার গ্রুপের কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে বিজয় ২৪ ইঞ্চি সাইকেলটি উদ্বোধন করা হয়েছে।
আকিজ বাইসাইকেল- আকিজ ভেঞ্চার গ্রুপের এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। আকিজ বাইসাইকেল যাত্রা শুরু করেছে ২০২৩ সাল থেকে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে একটি বিশ্বস্ত এবং স্বনামধন্য ব্র্যান্ড হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। স্টেট অব দ্য আর্ট টেকনোলজির সমন্বয়ে আকিজ বাইসাইকেল কারখানাটি ঢাকা হতে মাত্র ৫৪ কিলোমিটার দূরে টাঙ্গাইলের প্রাণকেন্দ্র মির্জাপুরে অবস্থিত।
বর্তমানে আকিজ বাইসাইকেল ১২ থেকে ২৭.৫ ইঞ্চি সাইজ এবং ২৬টির ও অধিক মডেলের আকর্ষণীয় ডিজাইন ও কালারের সমন্বয়ে তৈরি বাইসাইকেল সুলভ মূল্যে বাজারজাত করা করছে। আকিজ বাইসাইকেল এর গুণগত ও মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার এর কারণে বাংলাদেশের বাজারে গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে, যাহা কিনা আমাদের বাইসাইকেল ইন্ড্রাস্ট্রিতে অধিকতর বিনিয়োগে উৎসাহিত করছে।
আকিজ বাইসাইকেলের কাঁচামাল এবং মেশিনারিজসমূহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশ হতে সংগ্রহ করা হচ্ছে যার মধ্যে- নেদারল্যান্ডন্স, জাপান, তাইওয়ান, চায়না, ইন্ডিয়া অন্যতম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বাইসাইকেল লিমিটেডের পরিচালক সৈয়দ জয়নুল আবেদীন ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরআইএস