ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

স্বপ্নযাত্রার ‘স্বাবলম্বী প্রকল্প’: দরিদ্র পরিবারে নতুন আশার আলো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
স্বপ্নযাত্রার ‘স্বাবলম্বী প্রকল্প’: দরিদ্র পরিবারে নতুন আশার আলো

ঢাকা: খুলনার পাইকগাছার সোলাদানার ১৯ নম্বর পাটকেলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।  

এ সভার অংশ হিসেবে সংগঠনটি ঈদে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যাটারিচালিত অটোভ্যান উপহার দিয়েছে।

 

উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া ছিল ব্যতিক্রমধর্মী ও স্বচ্ছ। প্রথমে ইউনিয়নের ছয়টি গ্রাম থেকে দরিদ্র পরিবারদের আবেদন আহ্বান করা হয়। এরপর একটি বিশেষ জরিপ ফর্মের মাধ্যমে প্রতিটি আবেদনকারী পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে একটি জুরিবোর্ড গঠন করা হয়েছে। যারা প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে উপকারভোগী নির্ধারণ করেন।

উপকারভোগী মো. জাহিদ হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, আমার বাবা মানসিকভাবে অসুস্থ, ছোট সন্তানটি প্রতিবন্ধী। পরিবারের দায়িত্ব আমার কাঁধে। আমি নিজে লিভারের জটিল রোগে আক্রান্ত হলেও পরিবার চালাতে ইটভাটায় কাজ করি—যা একরকম মৃত্যুকে আলিঙ্গনের শামিল। প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়া খুব কঠিন। আজ এই অটোভ্যান পেয়ে আমি কিছুটা স্বস্তি অনুভব করছি। স্বপ্নযাত্রার এমন মহতী উদ্যোগ আমাকে স্বাবলম্বী হতে সহায়তা করবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

স্বপ্নযাত্রার এমন ব্যতিক্রমধর্মী ও মানবিক কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।