ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, এপ্রিল ২৯, ২০২৫
হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন

ঢাকা: হজের মৌসুমে সম্মানিত হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক।

সোমবার (২৮ এপ্রিল) হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের শরীয়াহ সেক্রেটারিয়েট এর প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং বিভিন্ন হজ এজেন্সির স্বত্বাধিকারীসহ এক্সিম ব্যাংক ও হজ অফিসের ঊর্ধ্বতন নির্বাহীরা।

সার্বক্ষণিক সেবা প্রদানে প্রস্তুত এই বুথ থেকে সম্মানিত হজযাত্রীরা হজ সংক্রান্ত বিভিন্ন তথ্য, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় সেবা গ্রহণ করতে পারবেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।