ঢাকা: ‘ট্রান্সফর্মিং লাইভস থ্রু নিউট্রিশন’ শিরোনামে রাজধানীতে একটি প্রকল্পের উদ্বোধন হয়েছে।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল, আইডিই বাংলাদেশ, এবং ভিটামিন অ্যাঞ্জেলস–এর যৌথ নেতৃত্বে পরিচালিত এই বহুমাত্রিক প্রকল্পে দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টসের মানবকল্যাণ বিভাগ অর্থায়ন করছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো, বাংলাদেশের সুবিধাবঞ্চিত অঞ্চলের গর্ভবতী নারী, মা ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যমান উন্নয়ন। শিশুর জীবনের প্রথম এক হাজার দিনকে কেন্দ্র করে, এই প্রকল্প পুষ্টিহীনতা দূরীকরণে সমন্বিত ও টেকসই হস্তক্ষেপ নিশ্চিত করার ওপর জোর দেয়।
সোমবার (৫ মে) এ প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, উন্নয়ন সহযোগী, এনজিও এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ দেশে মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় পুষ্টি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।
এএটি