ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ছাত্রকল্যাণে সাদাকা ফান্ডবিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মে ৯, ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ছাত্রকল্যাণে সাদাকা ফান্ডবিষয়ক সেমিনার

ঢাকা: সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) যৌথ উদ্যোগে ‘এসইইউ-সিজেজিএম ২০ টাকা সদাকা ফান্ড: শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণমূলক উদ্যোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এর উদ্দেশ্য ছিল ছোট ও স্বেচ্ছা অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে সচেতনতা তৈরি করা।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। তিনি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য সদাকা ফান্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং স্বল্প পরিমাণে হলেও নিয়মিত দান করার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের অধ্যাপক মোক্তার আহমদ ও আরাস্তু খান। অতিথিরা সদাকার নীতি ও মূল্যবোধ নিয়ে আলোচনা করেন এবং সমাজে দানের চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সিজেডএম’র চলমান কার্যক্রম তুলে ধরেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।