ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের ওমেন্স প্লাটিনাম ভিসা ক্রেডিট কার্ড ‘অনন্যার’ উদ্বোধন

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, মে ১২, ২০২৫
ওয়ান ব্যাংকের ওমেন্স প্লাটিনাম ভিসা ক্রেডিট কার্ড ‘অনন্যার’ উদ্বোধন

ঢাকা: ওয়ান ব্যাংক নারী গ্রাহকদের জন্য এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তিসহ ‘অনন্যা’ ওমেন্স প্লাটিনাম ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে। এই নতুন ‘অনন্যা’ ওমেন্স প্লাটিনাম ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে কার্ডহোল্ডাররা দেশে ও বিদেশে নির্দিষ্ট কন্ট্যাক্টলেস পেমেন্ট টার্মিনালে ক্রেডিট কার্ড ট্যাপ করে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

    

এ উপলক্ষে ৮ মে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক অনন্যা দাশ গুপ্ত প্রধান কার্যালয়ে কেক কেটে ‘অনন্যা’ ওমেন্স প্লাটিনাম ভিসা ক্রেডিট কার্ড-এর শুভ উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।