ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

ঢাকায় ফিনিক্স কনভেনশন সেন্টারের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, মে ১৭, ২০২৫
ঢাকায় ফিনিক্স কনভেনশন সেন্টারের যাত্রা শুরু

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ফিনিক্স কনভেনশন সেন্টার (পিপিসি)।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় এক গালা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যাধুনিক এই কনভেনশন সেন্টারটির উদ্বোধন করা হয়।

ফিনিক্স প্লাজার অষ্টম তলায় (লিফট ৮), ফিনিক্স টাওয়ার ও সিটি ফিলিং স্টেশনের পাশে অবস্থিত এ ভেন্যুর মূল স্লোগান— ‘Where Events Rise to New Heights’।

করপোরেট সম্মেলন, সামাজিক আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনীর উপযোগী এই কেন্দ্রটি ঢাকায় ইভেন্ট ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকতা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ব্যাংকিং খাত, করপোরেট ও শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, শিল্পীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

অভূতপূর্ব ‘রিবন জয়েনিং সিরিমনি’ ও কেক কেটে অতিথিরা সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

পরে অতিথিদের ভেন্যুর বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়। তারা হলরুম, অভ্যন্তরীণ নকশা, সাউন্ড সিস্টেম, লাইটিং ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর সুবিধাগুলো ঘুরে দেখেন।

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থানগত সুবিধা, পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং উন্নত ব্যবস্থাপনার সমন্বয়ে গড়ে ওঠা ফিনিক্স কনভেনশন সেন্টার এখন থেকে বিভিন্ন আয়োজনের জন্য উন্মুক্ত। বুকিংয়ের জন্য যোগাযোগ: ০১৩৩৫০৮৭১৯৯।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।