ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন গ্রাহকরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, মে ১৯, ২০২৫
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন গ্রাহকরা

ঢাকা: ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন মাসব্যাপী ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহের রেফ্রিজারেটর জিতেছেন আরও তিন গ্রাহক।  

ওই বিজয়ীরা হলেন, বরিশালের মুলাদী শাখার এজেন্ট আউটলেটের গ্রাহক ইশরাত জাহান, পঞ্চগড়ের দেবিগঞ্জ শাখার গ্রাহক মো. আনারুল ইসলাম ও মৌলভীবাজারের বড়লেখা শাখার গ্রাহক জুলহাস উদ্দিন।

 

রোববার (১৮ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইনের উপস্থিতিতে ড্র’র মাধ্যমে যথাক্রমে ইতালি, সিঙ্গাপুর এবং ফ্রান্স থেকে পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে তারা বিজয়ী হন।  

এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ডিভিশনপ্রধান মো. আতিকুর রহমান খান খাদেমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আগামী ৩১ মে পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে বিশ্বের যে কোনো দেশ থেকে ওয়ের্স্টান ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে তিনটি করে মোট ১২টি ফ্রিজার উপহার দেওয়া হবে।  

এ ছাড়া শাখা-উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে ৫০ হাজার রেমিট্যান্স সুবিধাভোগীকে ব্যাকপ্যাক দেওয়া হবে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।