ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

কর্পোরেট কর্নার

তারকাখ্যাতি পাওয়ার অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘লাক্স সুপারস্টার’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, মে ২৬, ২০২৫
তারকাখ্যাতি পাওয়ার অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘লাক্স সুপারস্টার’ 

দেশীয় শোবিজ অঙ্গনে তারকাখ্যাতি পাওয়ার অন্যতম বড় প্ল্যাটফর্ম ‘লাক্স সুপারস্টার’ আবারও ফিরছে দর্শকদের মাঝে। সাত বছর পর নতুন রূপে, আধুনিক কাঠামোয় হাজির হচ্ছে প্রতিযোগিতাটির দশম আসর, এবং ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়েছে।

২০০৫ সালে যাত্রা শুরু করা এ রিয়েলিটি শো বাংলাদেশের বিনোদন জগতে উপহার দিয়েছে অনেক জনপ্রিয় মুখ— যেমন আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারি মম, আফসানা আরা বিন্দু, নাজিফা তুষি, নাজিয়া হক অর্ষা ও মুমতাহিনা টয়ার মতো তারকারা তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন এ মঞ্চ থেকেই।

এবারের আয়োজন আগের তুলনায় অনেক বেশি পরিপূর্ণ ও সময়োপযোগীভাবে সাজানো হয়েছে।  

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার শুধু বাহ্যিক সৌন্দর্য নয়—মূল গুরুত্ব দেওয়া হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ দক্ষতার ওপর: অভিনয়, স্টাইলিং এবং কনটেন্ট নির্মাণ।

অভিনয়ের ক্ষেত্রে শুধু সংলাপ মুখস্থ করাই নয়, বরং চরিত্রের ভেতরে ঢুকে আবেগ প্রকাশের ক্ষমতা যাচাই করা হবে। স্টাইলিং বলতে বোঝানো হচ্ছে সাজগোজ ছাড়াও নিজের উপস্থিতি, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব তুলে ধরার সক্ষমতা। আর কনটেন্ট নির্মাণ আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ—নিজেকে ক্যামেরার সামনে ও পেছনে কীভাবে উপস্থাপন করা যায়, সেই দক্ষতা অর্জন এখন অপরিহার্য।

প্রতিযোগিতা চলাকালে অংশগ্রহণকারীরা পাবেন দেশের অভিজ্ঞ তারকা, স্টাইলিস্ট এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা। থাকছে একাধিক গ্রুমিং সেশন, যা তাদের গড়ে তুলবে একজন পূর্ণাঙ্গ মিডিয়া পারসোনালিটিতে। তাই বিজয়ী হোক বা না হোক, প্রতিটি প্রতিযোগীর জন্যই এটি হবে নিজেকে গড়ার অসাধারণ এক সুযোগ।

এবারের বিচারক প্যানেলে থাকছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান এবং ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি প্রতিযোগীদের সঠিকভাবে মূল্যায়ন ও দিকনির্দেশনায় সহায়তা করবে।

তারা এমন প্রতিভা খুঁজে বের করবেন, যাদের চোখে থাকবে স্বপ্ন আর মনে থাকবে গল্প বলার তাগিদ।

প্রতিযোগিতায় অংশ নিতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। অভিনয়, ফ্যাশন এবং কনটেন্ট নির্মাণ এ তিন বিষয়ে যদি আগ্রহ ও প্রতিভা থাকে, তাহলে এখনই রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন চলবে ১২ জুন ২০২৫ পর্যন্ত। অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে www.luxsuperstar.com ঠিকানায়। আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে লাক্স বাংলাদেশের
অফিসিয়াল ফেসবুক পেজে।

এছাড়াও নির্ধারিত কিছু ক্যাম্পাস ও লোকেশন থেকেও অংশগ্রহণের সুযোগ থাকবে।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।