ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

রবির নতুন সিইও জিয়াদ সাতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, জুন ২৪, ২০২৫
রবির নতুন সিইও জিয়াদ সাতারা জিয়াদ সাতারা

ঢাকা: রবি আজিয়াটা পিএলসির পরিচালনা পর্ষদ জিয়াদ সাতারাকে কোম্পানির পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিয়োগটি কার্যকর হবে।

 

জিয়াদ সাতারা দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত এম রিয়াজ রশীদ, ভারপ্রাপ্ত সিইও ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।

রবি এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ, জর্ডান, ইতালি ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের টেলিযোগাযোগ খাতে ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন জিয়াদ। তিনি মোবাইল, ব্রডব্যান্ড ও ফিক্সড-লাইন সেবা খাতে উদ্ভাবন, বাণিজ্যিক উৎকর্ষ ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন।  

টেলিকম খাতে ব্যবসা এগিয়ে নেওয়া, আধুনিকীকরণ এবং গতিশীল ও সম্ভাবনাময় বাজারে নতুন দৃষ্টিভঙ্গিতে সাফল্য অর্জনের ক্ষেত্রে জিয়াদ একজন অভিজ্ঞ ও কৌশলী নেতা। তথ্যপ্রযুক্তি, গ্রাহককেন্দ্রিক সেবাদানে অভিজ্ঞতা ও রিটেইল অপারেশনস বিষয়েও তার রয়েছে বিশেষ দক্ষতা।

জিয়াদ বিভিন্ন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানগুলোর টেকসই প্রবৃদ্ধি ও উৎকর্ষ অর্জন নিশ্চিতে বিশেষ ভূমিকা রেখেছেন।  

তিনি ইতালির উইন্ড টেলিকমিউনিকেশনে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ঢাকায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। পরে সাত বছর জর্ডানের শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর উমনিয়াহ’র সিইও ছিলেন তিনি। সর্বশেষ তিনি কম্বোডিয়ার স্মার্ট আজিয়াটাতে সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে একটি উচ্চ দক্ষতাসম্পন্ন টিম গড়ে তুলে টেকসই আর্থিক সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিয়াদ।

রবি আজিয়াটা পিএলসিতে জিয়াদ সাতারাকে স্বাগত জানিয়ে রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপরান সাঙ্গারাপিল্লাই বলেন, জিয়াদ সাতারার রয়েছে প্রখর কৌশলগত দৃষ্টিভঙ্গি, গ্রাহকদের চাহিদা বোঝার গভীর ক্ষমতা এবং দক্ষ টিম গঠনের সফল অভিজ্ঞতা। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে রবি বাজারে তার অবস্থান আরও সুদৃঢ় করবে এবং পরিকল্পনা অনুযায়ী রবির উন্নতর সেবা সেই সঙ্গে নতুন নতুন উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। রবি পরিবার ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ