ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকে স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসারদের যোগদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, জুলাই ৮, ২০২৫
ওয়ান ব্যাংকে স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসারদের যোগদান ওয়ান ব্যাংকের স্পেশাল ক্যাডার অফিসার ও ক্যাডার অফিসাররা।

ঢাকা: ওয়ান ব্যাংক পিএলসি এর ৫৪ জন স্পেশাল ক্যাডার অফিসার এবং ক্যাডার অফিসাররা (৮ম ব্যাচ) আনুষ্ঠানিকভাবে ব্যাংকে যোগদান করেছেন।

বুধবার (২ জুলাই) এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন এবং নবীনদের স্বাগত জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইসলামিক ব্যাংকিং আবু জাফর মো. সালেহ, ডিএমডি, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর জন সরকার, ডিএমডি, চিফ লিগ্যাল অফিসার ও রিকভারি ডিভিশনের প্রধান মোহা. আনোয়ারুল ইসলাম, এডিএমডি, চিফ রিস্ক অফিসার ও ক্যামেলকো মঞ্জুরুল আলম চৌধুরী, এডিএমডি ও হেড অব সিআরএম মো. মানিরুল ইসলাম।

স্পেশাল ক্যাডার অফিসার এবং ক্যাডার অফিসারদের পক্ষ থেকে দুজন অফিসার ব্যাংকে যোগদানে তাদের আবেগ, অনুভূতি ও আনন্দ ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।