ঢাকা: ন্যাচারাল মেডিসিনের বিশিষ্ট লেখক, গবেষক ও অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন হামদর্দের সিনিয়র পরিচালক মার্কেটিং হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে তিনি হামদর্দের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
হামদর্দের আধুনিকায়ন ও উন্নয়নে তিনি প্রতিষ্ঠানের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার কর্মপরিকল্পনা বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে ইউনানী-আয়ুর্বেদিক সেক্টরে সবার নজর কাড়েন।
তিনি বিক্রয় ও বিপণন ব্যবস্থাকে যুগোপযোগী এবং প্রতিযোগিতামূলক বাজারের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেনা দিচ্ছেন। হামদর্দের বিপুল জনবলকে বৃহৎ জনশক্তিতে রূপান্তর করতে তিনি প্রশিক্ষণ কর্মশালা, প্রযুক্তি ব্যবহার ও নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা খাতে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হামদর্দের মার্কেটিং ও বিপণন বিভাগের সিনিয়র পরিচালক নিযুক্ত হওয়ায় অধ্যাপক কামরুন নাহার পলিনকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য দেশের শীর্ষ ইউনানী ও আয়ুর্বেদিক প্রতিষ্ঠান হামদর্দের দেশব্যাপী ৩শ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সেখানে নিজস্ব ডিগ্রিধারী হাকীম ফ্রি চিকিৎসা পরামর্শ দেন।
হামদর্দের পণ্য ও সেবা এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে। হামদর্দ একটি অলাভজনক ওয়াক্ফ প্রতিষ্ঠান। এর লভ্যাংশ হতে বিভিন্ন শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় ও ঢাকার পান্থপথে হামদর্দ পাবলিক কলেজ শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে অনন্য প্রতিষ্ঠান। পাশাপাশি দেশের ইউনানী ও আয়ুর্বেদিক সেক্টরে ডিগ্রি পর্যায়ে উচ্চ শিক্ষার চারটি প্রতিষ্ঠানের তিনটি প্রতিষ্ঠানই হামদর্দ কর্তৃক প্রতিষ্ঠিত।
অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিনের আগে হামদর্দ কর্তৃক প্রতিষ্ঠিত রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, লক্ষ্মীপুরের শিক্ষক এবং অধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপদেষ্টা ও হামদর্দ পাবলিক কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এএটি