ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের বিএইটিই স্বীকৃতি অর্জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, জুলাই ৯, ২০২৫
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের বিএইটিই স্বীকৃতি অর্জন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সম্প্রতি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর অধীন বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিএ) কর্তৃক আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে।

এই স্বীকৃতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওয়াশিংটন অ্যাকর্ড দ্বারা প্রত্যয়িত, যা বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশল শিক্ষার গুণমান নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর ফলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকরা বৈশ্বিক পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতি পাবেন এবং বিশ্ববাজারে কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত হবে। একই সঙ্গে তারা আইইবি’র সদস্য হওয়ারও যোগ্যতা অর্জন করবেন।

এই গুরুত্বপূর্ণ অর্জন উদযাপন উপলক্ষে ৯ জুলাই ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে অভিনন্দন জানানো হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. মো. নাইমুল হক ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান। তাদের মতে, এই স্বীকৃতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে বিশ্বমানের প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ করে দেবে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ