ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

জাঁকালো আয়োজনে এনবিএ’র বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, জুলাই ১২, ২০২৫
জাঁকালো আয়োজনে এনবিএ’র বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিরা।

ঢাকা: জাঁকালো আয়োজনে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিও’র সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ-এনবিএ’র বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এনবিএ’র প্রেসিডেন্ট ডা. সাকলায়েন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।  

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি তাওহীদ হাওলাদার, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজফফর উদ্দিন সিদ্দিক, এনবিএ’র প্রধান উপদেষ্টা জাভেদ কারদার।

এনবিএ’র এই আয়োজনে অংশ নিয়ে বক্তারা বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছেন সংবাদ উপস্থাপকরা। উত্তরোত্তর সাফল্য কামনা করেন বেসরকারি টেলিভিশন ও রেডিও’র সংবাদ উপস্থাপকদের এই সংগঠনের।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম অংশে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। স্বাগত বক্তব্য দেন এনবিএ’র সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী। তুলে ধরেন গেল এক বছরের আর্থিক বিবরণী ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা। এ সময় এনবিএকে এগিয়ে নিতে নানা দিক-নির্দেশনা ও পরামর্শ দেন সদস্য ও উপদেষ্টারা। এ ছাড়া কণ্ঠভোটে সংখ্যাধিক্যের ভিত্তিতে পাস হয় সংগঠনের গঠনতন্ত্রের কিছু ধারার সংযোজন ও বিয়োজন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে আগতদের মনোমুগ্ধ করেন এনবিএ পরিবারের সদস্যরা।

এনবিএ’র বার্ষিক সাধারণ সভা-২০২৫ বাস্তবায়নে পৃষ্ঠপোষক হিসেবে ছিল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল, এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিংক, কালার্স ডায়েরি ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ