ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

পরিবেশবান্ধব স্টিম উদ্যোগে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেল ইউনাইটেড পাওয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, জুলাই ১৩, ২০২৫
পরিবেশবান্ধব স্টিম উদ্যোগে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেল ইউনাইটেড পাওয়ার

পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তিতে উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)।

‘ইকো-ফ্রেন্ডলি স্টিম ইনিশিয়েটিভ’ নামের প্রকল্পটির মাধ্যমে গ্যাস ইঞ্জিন থেকে নির্গত অপচয় হওয়া তাপ পুনঃব্যবহার করে শিল্প খাতে সবুজ ও পরিবেশবান্ধব বাষ্প সরবরাহ করা হয়।

২০১৪ সালে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে এখন পর্যন্ত সরবরাহ করা হয়েছে ২৯ কোটি ৪০ লাখ কেজির বেশি বাষ্প, যার ফলে প্রায় ৪৯ হাজার ৫০০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাস সম্ভব হয়েছে।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর মধ্যে বিশেষ করে, লক্ষ্যমাত্রা ৭: পরিষ্কার ও সাশ্রয়ী জ্বালানি, লক্ষ্যমাত্রা ৯: টেকসই শিল্প ও অবকাঠামো, লক্ষ্যমাত্রা ১২: দায়িত্বশীল উৎপাদন ও ভোগ এবং লক্ষ্যমাত্রা ১৩: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনাইটেড পাওয়ারের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়েছে।

১২ জুলাই রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইউনাইটেড পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম খান এবং ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড প্রধান শিষ স্বাপ্নিক পুরস্কার গ্রহণ করেন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ