ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

অনুষ্ঠিত হয়ে গেল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, জুলাই ১৩, ২০২৫
অনুষ্ঠিত হয়ে গেল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণ

রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণ।  

গতকাল (১২ জুলাই) বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে, আকিজ বশির গ্রুপের পরিবেশনায় এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সঞ্চালনায় আয়োজিত এ আয়োজনে ২২টি ক্যাটাগরিতে ৬০টি টেকসই উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়—যার মধ্যে ৩৫টি বিজয়ী, ২৪টি অনারেবল মেনশন এবং একটি একক বিজয়ী ছিল।

এ বছর ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে, যেখান থেকে ২৭ জন বিশেষজ্ঞের অংশগ্রহণে ৮টি গ্র্যান্ড জুরি প্যানেল কঠোর মূল্যায়নের মাধ্যমে বিজয়ী নির্বাচন করে। প্রায় ৫০০ জন অতিথি উপস্থিত ছিলেন আয়োজনে।

উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে, গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড তাদের “শক্তি দই কাপ রিসাইক্লিং প্রকল্প”-এর জন্য এসডিজি ৮ (শালীন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি) ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে। এই প্রকল্পের মাধ্যমে বগুড়ায় বছরে প্রায় ১ কোটি ৩০ লাখ পুনর্ব্যবহারযোগ্য চামচ তৈরি হয়, যেখানে কর্মীদের ৭০%-ই গ্রামীণ দরিদ্র পরিবারের নারী।

আয়োজনের আগে অনুষ্ঠিত হয় সাসটেইনাবিলিটি সামিট ২০২৫, যেখানে দেশি-বিদেশি ব্যবসায়ী, নীতিনির্ধারক, পরিবেশবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। সামিটে টেকসই উন্নয়নে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়, যার অংশ ছিল কীনোট সেশন, প্যানেল আলোচনা ও কেস স্টাডি।

সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্ট্র্যাটেজিক পার্টনার আইএএ বাংলাদেশ, এশিয়া মার্কেটিং ফেডারেশন, হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু  ওয়াটার গার্ডেন, পিআর পার্টনার: বেকপ্যাক পিআর, ক্যারিয়ার পার্টনার: টার্কিশ এয়ারলাইন।  

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ