ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, জুলাই ১৪, ২০২৫
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো বার্জার পেইন্টস অনুষ্ঠানে অতিথিরা।

ঢাকা: বছরের অন্যতম সাসটেইনেবল ব্র্যান্ড হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছে দেশের এক নম্বর পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।  

শনিবার (১২ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ‘ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাসট্রাকচার’ ক্যাটাগরিতে দেশের প্রথম অ্যান্টি-পল্যুশন পেইন্ট বার্জার ইকো কোটকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

 

শুধু মানুষের ঘর রাঙানো নয়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বিশ্বাস করে মানুষের জন্য একটা বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে। সেই ধারাবাহিকতাতেই বার্জার এনেছে বার্জার ইকো কোট, যা এপিএইচ প্রযুক্তিতে ৯০ শতাংশ পর্যন্ত দূষিত গ্যাস শোষণ করে। নতুন ধরনের এই রং ঘরের ভেতর ও বাইরে দুই জায়গাতেই ব্যবহার করা যায়। বার্জার মনে করে এই রং-এর ব্যবহার বায়ুদূষণ কমাবে ও টেকসই আগামী গড়ে তুলতে অবদান রাখবে- বিশেষ করে ঢাকার মতো শহরে, যা এয়ার ইনডেক্সে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি। এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবেই বার্জারের এই অর্জন।  

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ আয়োজিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা এবং করপোরেট ও ডেভেলপমেন্ট সেক্টরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানিটির চিফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার এ এস এম ওবায়দুল্লাহ মাহমুদ।  

এ ছাড়া হেড অব ব্র্যান্ডস এমডি রাশেদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বার্জার পেইন্টস বাংলাদেশ মনে করে এই অর্জন এক বিশাল অনুপ্রেরণা, যা আগামী দিনগুলোতেও জীবন ও পরিবেশের টেকসই উন্নয়নে কাজ করে যেতে উদ্বুদ্ধ করবে।  

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ