ঢাকা: সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ফর ইনোভেশন (উরি) ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় এ ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।
এ অর্জন বিশ্ববিদ্যালয়ের বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা ও রূপান্তরমূলক উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের উজ্জ্বল প্রতিফলন বলে মন্তব্য করেন ইউনিভার্সিটি কৃর্তপক্ষ।
উরি র্যাংকিং এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা সৃজনশীলতা, উদ্ভাবন ও সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে যা প্রচলিত একাডেমিক সূচকের বাইরে। সামগ্রিকভাবে গ্লোবাল র্যাংকিং ছাড়াও, উত্তরা ইউনিভার্সিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ তিনটি বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে।
অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে ১ম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে ৯ম স্থান এবং এসডিজি-ভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বে ১০ম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি।
এ স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিক্ষাপরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা পালন করবে। এ অসামান্য অর্জনের জন্য উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর
গোবিন্দ গোস্বামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, এ গ্লোবাল স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়, উচ্চশিক্ষার উদ্ভাবনী নির্দশন, এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সবাই মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।
বৈশ্বিক এ অবস্থান উত্তরা ইউনিভার্সিটিকে একটি অগ্রগামী ও দূরদৃষ্টি সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ প্রতিষ্ঠান গুণগত শিক্ষা, সামাজিক দায়িত্ব এবং বৈশ্বিক প্রাসঙ্গিকতার ধারক ও বাহক। এ বিশ্ববিদ্যালয় আগামী দিনগুলোতেও উদ্ভাবন ও উন্নয়নের পথে এগিয়ে যাবে, যা দেশ, সমাজ ও শিক্ষার্থীকে ক্ষমতায়নের লক্ষ্যে নিরন্তর কাজ করবে এমনটি জানান ইউনিভার্সিটির শিক্ষকরা।
আরআইএস