ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ১৬ জুলাই অনুষ্ঠিত হয় ‘৭ম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’। মূল বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নিয়াজ জামান।
"Literary Translation and Translators: Bangladesh and Beyond" শীর্ষক বক্তৃতায় তিনি বাংলা সাহিত্যের অনুবাদের গুরুত্ব তুলে ধরেন এবং অনুবাদকদের স্বীকৃতি, আন্তর্জাতিক প্রসার এবং অনুবাদে সাংস্কৃতিক অভিযোজনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
তিনি জানান, বেশিরভাগ অনুবাদ দেশে সীমাবদ্ধ থাকায় তা আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছায় না। বাংলা অনুবাদ সাহিত্যে উন্নয়নের জন্য তিনি ই-বুক প্রকাশ, আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ, এবং সংবাদমাধ্যমে অনুবাদ প্রসারে জোর দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, অধ্যাপক ড. শামস রহমান, অধ্যাপক ড. ফকরুল আলম এবং এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী। বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রয়াত নেহরীন খানের স্বজনরা উপস্থিত ছিলেন।