ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

গুলশানে যাত্রা শুরু করল এমএইচআর এডুকেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জুলাই ২১, ২০২৫
গুলশানে যাত্রা শুরু করল এমএইচআর এডুকেশন

ঢাকার গুলশান-বাড্ডা লিংক রোড সংলগ্ন ট্রপিকাল মানকো টাওয়ারে অনুষ্ঠিত হলো “এমএইচআর এডুকেশন” নামক নতুন শিক্ষা ও ভিসা পরামর্শক প্রতিষ্ঠানের উদ্বোধন আনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মাহমুদুল হাসান হৃদয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের খ্যাতিমান ব্যবসায়ী জাং মু এবং জার্মানির উদ্যোক্তা ম্যাক্সিমিলিয়ান। এছাড়াও দেশের বিভিন্ন প্রেক্ষাপটে গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এমএইচআর এডুকেশন মূলত দেশ ও বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য সহায়ক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি IELTS, TOEFL এবং চীনা ভাষার জন্য HSK কোর্স ও প্রস্তুতির সুবিধাও প্রদান করছে।

প্রতিষ্ঠানটি ইউকে, চায়না, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএসএ-তে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সঠিক গাইডলাইন এবং অ্যাডমিশন প্রক্রিয়ায় সহায়তা করবে বলে জানানো হয়।

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ