ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

কর্পোরেট কর্নার

ফ্রি গিফট আর বিশাল ছাড়ে দারাজ সুপার ব্র্যান্ড ডে ক্যাম্পেইনে ডেটলের সেরা ডিল!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, জুলাই ২৪, ২০২৫
ফ্রি গিফট আর বিশাল ছাড়ে দারাজ সুপার ব্র্যান্ড ডে ক্যাম্পেইনে ডেটলের সেরা ডিল! দারাজে চলছে সুপার ব্র্যান্ড ডে ক্যাম্পেইনে ডেটলের সেরা ডিল।

চলছে দারাজের ‘সুপার ব্র্যান্ড ডে’ ক্যাম্পেইন। এই দুর্দান্ত ছাড়ের উৎসব চলবে ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত।

হাইজিন ও পার্সোনাল কেয়ারের সেরা ব্র্যান্ড ডেটল দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থেকে শুরু করে উপহারসহ বিশেষ মূল্য ছাড়। ঘরে বসে আরাম করে পছন্দের পণ্য কেনার সময় এখনই।

ডেটল হ্যান্ডওয়াশ রি-এনার্জাইজ রিফিল ডাবল প্যাক (১৭০ মিলি.x২) 

দৈনন্দিন জীবনে জীবাণু থেকে রক্ষা পেতে ডেটলের এই রিফিল প্যাক একদম পারফেক্ট। এখনই কিনুন আর সঙ্গে থাকছে, একদম ফ্রি একটি সুন্দর টিফিন বক্স! একইসাথে পাচ্ছেন ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্রি টিফিন বক্স এবং আপটু ৩শ টাকা ভাউচারসহ ফ্রি ডেলিভারি। অর্ডার করুন 
 

ডেটল স্কিনকেয়ার রোজ অ্যান্ড সাকুরা ব্লসম বডিওয়াশ (২৫০মিলি)


        

রোজ এবং সাকুরার সুবাসে নতুন ডেটল বডিওয়াশ, এখন আরও সতেজ ও কার্যকরী যা আপনার ত্বককে দেবে আট ঘণ্টার দীর্ঘস্থায়ী ময়েশ্চার এবং এর সাথে থাকছে ডেটল লাস্টিং ফ্রেশ বডিওয়াশ ১৭০ মিলি ফ্রি! 

বাই ওয়ান গেট ওয়ান অফার মানেই দ্বিগুণ সুবিধা! অফারটি চলবে ২৪ থকে ২৭ জুলাই পর্যন্ত। থাকছে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং আপটু ৩শ টাকা পর্যন্ত ভাউচারসহ ফ্রি ডেলিভারি। অর্ডার করুন

 

ডেটল কুল বডিওয়াশ (২৫০ মিলি) – ২টি কিনলেই ১০০ টাকা ছাড়!

এই গরমে ত্বক রাখুন ঠান্ডা ও সতেজ। ডেটল কুল বডিওয়াশ আপনার শরীরকে দেবে ৫°C পর্যন্ত ঠান্ডা অনুভূতি এবং ১২ ঘণ্টা পর্যন্ত শরীর থাকবে সতেজ।

অফারটি চলবে ২৪ থকে ২৭ জুলাই পর্যন্ত। বাই টু অ্যান্ড গেট ১শ টাকা ছাড় সাথে থাকছে আপটু ৩শ টাকা পর্যন্ত ভাউচার এবং ফ্রি ডেলিভারি। অর্ডার করুন

 

ডেটল অরিজিনাল বার সাবান (৭৫ গ্রাম x ৩টি) সাথে ফ্রি টিফিন বক্স!

নিজের ও পরিবারের সবার জন্য পরিচ্ছন্নতা নিশ্চিতে এই ট্রিপল প্যাক সাবানটি হতে পারে সেরা পছন্দ। ৯৯ দশমিক ৯৯ শতাংশ জীবাণু থেকে সুরক্ষা দেয় এই সাবান। আর এখন এই প্যাকের সাথে পাচ্ছেন একটি দারুন টিফিন বক্স ফ্রি!

তিনটি বার ৭৫ গ্রাম করে ৯৯ দশমিক ৯৯ শতাংশ জীবাণু থেকে সুরক্ষা। অফারটি চলবে ২৪ থকে ২৭ জুলাই পর্যন্ত। থাকছে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্রি টিফিন বক্সসহ আপটু ৩শ টাকা ভাউচার এবং ফ্রি ডেলিভারি।  অর্ডার করুন


ডেটল  কুল/ফ্রেশ/অ্যালোভেরা বার সাবান (১২৫ গ্রাম) – ৫টি কিনলে ১টি ফ্রি!

পরিবারের প্রতিদিনের ব্যবহারে ডেটল বাথিং বার এখন আরও সাশ্রয়ী অফারে! কুল, ফ্রেশ, অ্যালোভেরা, স্কিনকেয়ার ও নিম এই ৫টি ভিন্ন ধরনে পাওয়া যাচ্ছে ১২৫ গ্রাম ওজনের সাবান যা ১শ রকম জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়। অফারটি চলবে ২৪ থকে ২৭ জুলাই পর্যন্ত। থাকছে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়সহ আপটু ৩শ টাকা পর্যন্ত ভাউচার এবং ফ্রি ডেলিভারি।  অর্ডার করুন

দারাজে রয়েছে দ্রুত ডেলিভারি ও সহজ রিটার্ন পলিসি এবং আসল পণ্যের নিশ্চয়তা। বাড়ি বসে নিশ্চিন্তে কেনাকাটা, অতিরিক্ত খরচ ও যানজট থেকে মুক্তি। সুপার বিগ ডিল ক্যাম্পেইন শেষ হওয়ার আগে আপনার প্রিয় হাইজিন পণ্যগুলো নিয়ে নিন দারাজ থেকে।

বিজ্ঞাপন বার্তা

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।