ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

কর্পোরেট কর্নার

একাদশ শ্রেণি, কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ বিকাশ-এ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, জুলাই ৩১, ২০২৫
একাদশ শ্রেণি, কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ বিকাশ-এ

ঢাকা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি খুব সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশ-এ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ৩০ জুলাই, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত।

আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ৩০ জুলাই শুরু হয়ে চলবে ১৪ আগস্ট, ২০২৫ পর্যন্ত। প্রথম ধাপে একাদশ শ্রেণির আবেদন ফি পরিশোধের পর নির্বাচিতরা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবেন বিকাশ-এ।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি পরিশোধের পদ্ধতি

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রথমে https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করতে হবে। এরপর ফি পরিশোধ করতে বিকাশ অ্যাপ-এর ‘এডুকেশন ফি’ অপশন থেকে একাদশ শ্রেণি ভর্তি (XI Class Admission)-তে ট্যাপ করে বোর্ডের নাম, পাসের বছর, রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে। তারপর ফি-এর পরিমাণ চেক করে পরের ধাপে বিকাশ পিন নম্বর দিয়ে স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখলেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে।

লেনদেনটি সফল হলে নিশ্চিতকরণ ম্যাসেজ এবং বিকাশ অ্যাপে ডিজিটাল রিসিট পেয়ে যাবেন আবেদনকারী, যা পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর https://xiclassadmission.gov.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

কারিগরি-তে ভর্তির আবেদন ফি পরিশোধের পদ্ধতি

এদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় আবেদনের জন্য একইভাবে বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ অপশনে গিয়ে বিটিইবি (BTEB) সিলেক্ট করে পেমেন্ট কোড (<প্রোগ্রাম কোড><পাসের সন><বোর্ড কোড><রোল নম্বর>) উল্লেখ করে ফি-এর পরিমাণ দেখে নিয়ে পরের স্ক্রিনে বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। সফলভাবে পেমেন্টের পর চলে আসবে নিশ্চিতকরণ ম্যাসেজ এবং ডিজিটাল রিসিট। সফলভাবে আবেদন ফি পরিশোধের পর http://btebadmission.gov.bd/website/ লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।

এই বছর একাদশ শ্রেণিতে অন্যান্য চার্জসহ ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা আর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৩৫ টাকা। উভয় ক্ষেত্রেই অনলাইন পেমেন্ট চার্জ হিসেবে বাড়তি ৩ টাকা যুক্ত হবে।

আর কারিগরিতে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ১৬২ টাকা (কোর্সের সংখ্যা ও ধরন অনুযায়ী ফি নির্ধারিত হবে) আর রেজিস্ট্রেশন ফি ২৩৮ ও ৩৯৫ টাকা।

এর বাইরে নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালাচ্ছে এবং বিকাশ-এ ভর্তির ফি পরিশোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট কলেজগুলোর ওয়েবসাইটে অনলাইনে আবেদনের প্রক্রিয়া দেখে নেওয়া যাবে।

পাশাপাশি, একাদশ শ্রেণি ও কারিগরিতে ভর্তির আবেদন ফি বিকাশ-এ পরিশোধ করলেই থাকছে ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। অফার চলাকালীন ৫০ টাকা করে ২ বার কুপন উপভোগ করা যাবে। কুপন পাওয়ার ৫ দিন পর্যন্ত কুপনের মেয়াদ থাকবে। নির্দিষ্ট কেএফসি ও পিৎজা হাট আউটলেটে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে কুপনটি উপভোগ করা যাবে।

একাদশ শ্রেণির আবেদনের প্রথম পর্যায়ে যারা পছন্দসই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন না তারা পরবর্তীতে আরও দুই ধাপে একই প্রক্রিয়ায় আবেদন করার সুযোগ পাবেন। দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে। শিক্ষাবোর্ডগুলোর নীতিমালা অনুযায়ী, যে শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তার পূর্ববর্তী দুই বছরের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ