ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

কর্পোরেট কর্নার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, জুলাই ৩১, ২০২৫
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে অতিথিরা।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবন, কাকরাইল, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম।  

সভায় সম্মানিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- মিসেস নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন।

এ ছাড়া সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানির সচিব মো. আখতারুজ্জামান ও এ কে এম মোস্তাক আহ্ম্মেদ খাঁন উপস্থিত ছিলেন।  

শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ ও হাসিব আহমেদ।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির শেয়ারহোল্ডাররা ২০২৪ সালে কোম্পানির প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ