আইসক্রিমপ্রেমীদের বাড়তি আনন্দ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। সম্প্রতি প্রতিষ্ঠানটি জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এক্সক্লুসিভ লয়্যালটি প্রোগ্রাম অরেঞ্জ ক্লাবের সদস্যদের ছাড়সহ বিশেষ সুবিধাদানে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ও রিটেইল ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্ব করে বাংলালিংক।
এ অংশীদারিত্বের আওতায় অরেঞ্জ ক্লাব সদস্যরা এখন থেকে সেভয় আইসক্রিমের সব অনলাইন কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। এর ফলে এখন ঘরে বসেই উন্নত মান ও স্বাদের আইসক্রিম উপভোগ করা যাবে সহজে ও সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া দেশজুড়ে সেভয় গ্যালারি আউটলেটগুলোতে গিয়ে স্কুপস ও মিল্কশেকসহ বিভিন্ন এলিট পণ্যে অরেঞ্জ ক্লাবের সদস্যরা পাবেন ১০ শতাংশ বিশেষ ছাড়।
এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, অরেঞ্জ ক্লাবের সদস্যদের জীবনে বাড়তি স্বাচ্ছন্দ্য যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। আর সেভয়ের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সেই অঙ্গীকারেরই প্রতিফলন। সেভয়ের মতো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করার লক্ষ্য শুধুমাত্র ডিসকাউন্ট সুবিধা নিশ্চিত করাই নয়; পাশাপাশি আমরা চাই, আমাদের মূল্যবান গ্রাহকদের অভিজ্ঞতা হোক হয়ে উঠুক আরও অর্থবহ ও স্মরণীয়।
এ অংশীদারিত্ব নিয়ে সেভয় আইসক্রিমের মার্কেটিংয়ের সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মো. ওয়াকিদ হায়দার বলেন, বাংলালিংকের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমরা বাংলালিংকের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের কাছে আমাদের মানসম্পন্ন পণ্য ও সতেজ অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই। এই অংশীদারিত্ব আমাদের আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার। সেভয়ের পক্ষ থেকে ছিলেন- প্রতিষ্ঠানটির সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার (মার্কেটিং) মো. ওয়াকিদ হায়দার, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ (মার্কেটিং) ইশান সাবুকতাগিন ও সৈয়দ সাইরাস তারান্নুর এবং ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (মার্কেটিং) নূর মুহাম্মদ খান মাহি।
আরবি