নতুন লোগো, প্যাকেজিং আর ফুরফুরে স্লোগান নিয়ে নতুন রূপে এলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ক্লিয়ার ড্রিংক ব্র্যান্ড ‘ক্লিয়ার আপ’। নতুন প্যাকেজিংয়ে ‘ক্লিয়ার আপ’-এর ২৫০ মিলি ও ৫০০ মিলি বোতলের সঙ্গে এখন পাওয়া যাচ্ছে ২৫০ মিলি ক্যান।
দিন বদলেছে, বদলেছে তারুণ্যের জীবনধারা। ক্লাস, কাজ, আড্ডা, ঘোরাঘুরি কিংবা নতুন কিছু এক্সপেরিয়েন্স করার প্রচেষ্টা- সবকিছুতেই ছুটে চলেছে আজকের তরুণরা। এই গতিময় জীবনে প্রয়োজন কিছু ফুরফুরে মুহূর্ত, স্বস্তি আর প্রশান্তি।
তরুণদের আধুনিক জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে ‘ক্লিয়ার আপ’ নিয়ে এসেছে নতুন স্লোগান ‘Always ফুরফুরে’। এই নতুন স্লোগানকে ঘিরেই ‘ক্লিয়ার আপ’ শুরু করেছে তাদের নতুন পথচলা, প্রাণবন্ত বিজ্ঞাপনের মাধ্যমে।
টেলিভিশন, ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে চলছে প্রচারণা। চলছে বিভিন্ন ওয়েবসাইট ও নিউজ পোর্টালে জিডিএন ব্যানার, ওয়েলকাম ব্যানার, ফেসবুক প্রমোশনসহ নানা ধরনের প্রচারণা। এ ছাড়া আউটডোরে চলছে বিলবোর্ড, শপ সাইন ও রিটেইল আউটলেটে নানা ধরনের পিওএসএম ব্র্যান্ডিং।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুরুল আলম এ বিষয়ে বলেন, আমরা অনেক আশাবাদী ‘ক্লিয়ার আপ’-এর ফুরফুরে যাত্রা নিয়ে। আনন্দের ব্যাপার হলো রিলঞ্চ হওয়ার পর থেকেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। দেশজুড়ে সবাই ‘ক্লিয়ার আপ’-এর ফুরফুরে রূপ পছন্দ করছে। আমরা বিশ্বাস করি অচিরেই ‘ক্লিয়ার আপ’ দেশের প্রতিটি কোণে আরও বেশি সমাদৃত হবে।
আরবি