ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

কর্পোরেট কর্নার

হাব-ওয়ান ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, আগস্ট ১২, ২০২৫
হাব-ওয়ান ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং ওয়ান ব্যাংক পিএলসি'র মধ্যে একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) নয়াপল্টনে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।

 

এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে হজ এজেন্সিগুলোর হজ ও উমরাহ পালনকারীদের হজ ও উমরাহ নিবন্ধন ফি এবং সংশ্লিষ্ট লেনদেন সহজতর হবে।

ওয়ান ব্যাংক হজ এজেন্সিগুলোর হজ ও উমরাহ পালনকারীদের জন্য অতিরিক্ত ১২শ ডলার পর্যন্ত এন্ডোর্সমেন্ট সুবিধা, ফ্রি হজ কার্ড ইস্যু এবং ফ্রি ব্যাকআপ কার্ড সার্ভিস দেবে।

সমঝোতা স্মারক সই করেন ওয়ান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ইসলামি ব্যাংকিং আবু জাফর মো. সালেহ এবং ব্যাংকের অন্যান্য নির্বাহী এবং কর্মকর্তারা।

অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম সাঈদী এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন ।

সমঝোতা স্মারকের শর্তানুযায়ী ওয়ান ব্যাংকের ইসলামি ব্যাংকিং শাখা ও উইন্ডোসহ ব্যাংকের অন্যান্য শাখা ও উপশাখার মাধ্যমে সকল হজ ও উমরাহ যাত্রী সহজ ও সুবিধাজনক উপায়ে তাদের নিবন্ধন ফি জমা দিতে পারবেন। এ ছাড়াও হজ এজেন্সিগুলো সুলভে সকল ধরনের ব্যাংকিং সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিতে পারবে।

 এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ