ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

কর্পোরেট কর্নার

সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এমওইউ সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, আগস্ট ১৪, ২০২৫
সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এমওইউ সম্পন্ন অনুষ্ঠানে অতিথিরা।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পাঁচ বছর মেয়াদি এমওইউ সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় স্টামফোর্ড ইউনিভার্সিটির ৫১, সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এ এমওইউ সম্পন্ন হয়।

 

এমওইউতে স্টামফোর্ড ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মো. জিয়াউল হাসান ও সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন জর্জ লাটসুজবায়া।  

আগামী পাঁচ বছর এই এমওইউর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক ও একাডেমিক বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হবে, যা উচ্চশিক্ষার বিকাশ ও উচ্চ শিক্ষাকে আরো বেশি ত্বরান্বিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চুক্তির মধ্য দিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সেন্ট পিটারবার্গ ইউনিভার্সিটির সহযোগিতায় রাশিয়ান ভাষা শিক্ষার কোর্স চালু করা হবে।  

এ ছাড়া যৌথ বৈজ্ঞানিক প্রকল্প বাস্তবায়ন, যৌথ সাংস্কৃতিক সম্পৃক্ততা বৃদ্ধি, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবায়ন; রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য, ক্যারিয়ার নির্দেশিকা এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন এবং রাশিয়ান ভাষা শিক্ষার মান উন্নত করার জন্য কোর্স, সেমিনার বা বক্তব্যের মতো শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন ও পরিচালনা।  

এমওইউ সাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, গণসংযোগ বিভাগের এইচওডি প্রদীপ্ত মোবারক, অ্যাডমিশন এইচওডি (অ্যাক্টিং) মো. আশিক মাহমুদ।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।