ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংকে বিনিয়োগ পুনরুদ্ধার সংক্রান্ত কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, সেপ্টেম্বর ২, ২০২৫
এক্সিম ব্যাংকে বিনিয়োগ পুনরুদ্ধার সংক্রান্ত কর্মশালা

ঢাকা: এক্সিম ব্যাংকের বিভিন্ন শাখার বিনিয়োগ বিভাগের প্রধানদের অংশগ্রহণে বিনিয়োগ পুনরুদ্ধার সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

সম্প্রতি এক্সিম ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ জুম্মা এবং সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেইনিং অ্যাকাডেমির প্রিন্সিপাল কানু লাল কর্মকার।

দিনব্যাপী এ কর্মশালায় বিআইবিএম এর অধ্যাপক মহিউদ্দিন সিদ্দিক, ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সজল চন্দ্র দেবসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীরা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ