ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

কর্পোরেট কর্নার

এসিআই হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি অর্জন করল আইএসও সার্টিফিকেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, সেপ্টেম্বর ১৪, ২০২৫
এসিআই হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি অর্জন করল আইএসও সার্টিফিকেশন অনুষ্ঠানে অতিথিরা।

এসিআই-এর হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক মর্যাদাপূর্ণ আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অর্জন করেছে। পণ্যের মান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, স্বাস্থ্যবিধি, উৎপাদন ক্ষমতা ইত্যাদি বিভিন্ন বিষয় মূল্যায়নের ভিত্তিতে এই সার্টিফিকেট দেওয়া হয়।

এটি একটি আস্থার প্রতীক, যা প্রমাণ করে কোনো প্রতিষ্ঠান তার শিল্পক্ষেত্রে কঠোর মানদণ্ড পূরণ করছে এবং উপযুক্ত মান বজায় রাখছে। আইএসও সনদপ্রাপ্ত এই ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে Twinkle Baby Diaper ও Freedom Sanitary Napkin.

এফএমসিজি হাইজিন প্রোডাক্টস ক্যাটাগরিতে ইতোমধ্যেই সুপরিচিত এসিআই লিমিটেড। টুইংকেল, ফ্রিডম, রেসপেক্টসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মাধ্যমে এসিআই বেবিকেয়ার, অ্যাডাল্ট কেয়ার এবং ফেমিনিন হাইজিনের নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য সরবরাহ করছে। দেশের কোটি কোটি পরিবারের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এসব পণ্য জীবনমান উন্নয়নে অবদান রাখছে। বিশেষভাবে উল্লেখযোগ্য ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, যা নারীদের ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষায় এবং কর্মক্ষেত্রে নারীদের আত্মবিশ্বাস ও অংশগ্রহণ বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।  

আইএসও সার্টিফিকেশন প্রাপ্তির এ আয়োজনে উপস্থিত ছিলেন এসিআই হাইজিন প্রোডাক্টস-এর বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, জেনারেল ম্যানেজার (সেলস) মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি অপারেশনস) দীপঙ্কর বিশ্বাস, ডিরেক্টর (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস) মো. নাহিদ নেওয়াজ, ম্যানেজার (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মো. পলাশ হোসাইনসহ অন্যান্য অতিথিরা।

আইএসও সার্টিফিকেশন বিশ্বব্যাপী উৎকর্ষতার প্রতীক হিসেবে স্বীকৃত। এটি প্রমাণ করে কোনো প্রতিষ্ঠান দক্ষ ব্যবস্থাপনা, নিরাপদ উৎপাদন প্রক্রিয়া, উচ্চমানের পণ্য ও গ্রাহক সন্তুষ্টির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এসিআই হাইজিন বিজনেসের জন্য এই স্বীকৃতি কেবল বিশ্বমান বজায় রাখার অঙ্গীকারই পুনর্ব্যক্ত করেনি, বরং দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারে ব্র্যান্ডটির প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিয়ন্ত্রক নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে এসিআই হাইজিন বিজনেস ধারাবাহিকভাবে উদ্ভাবন ও মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আসছে। নির্ভরযোগ্য হাইজিন সমাধান প্রদান করে প্রতিষ্ঠানটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিএসটিআই অনুমোদিত এই আইএসও সার্টিফিকেশন এসিআই হাইজিন বিজনেসের উৎকর্ষতার প্রতি প্রতিশ্রুতিকে আবারও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল।  

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ