ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

কর্পোরেট কর্নার

এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক আয়োজিত অ্যানুয়াল এইচআর কনফারেন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, সেপ্টেম্বর ১৭, ২০২৫
এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক আয়োজিত অ্যানুয়াল এইচআর কনফারেন্স

আগামীর পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষ্যে, ক্রম পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে বাংলাদেশের এইচআর, অ্যাডমিন এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রফেশনালদের নিয়ে গত ১২ সেপ্টেম্বর হোটেল রেডিসনে হয়ে গেল দিনব্যাপী অ্যানুয়াল এইচআর কনফারেন্স ২০২৫। গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সহযোগিতায়, সব প্রফেশনালদের অংশগ্রহণে, সর্বোপরি আয়োজনে ছিল এইচ আর এক্সচেঞ্জ নেটওয়ার্ক, বাংলাদেশ।

এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল আগামীর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি (Shaping the future of work) – মূল উদ্দেশ্য ছিল নিজেদের সংযুক্ত রাখা, একে অপরকে সাহায্য করা এবং কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অবদান রাখা। (Connect, Collaborate and Cultivate)।

প্রথমবারের মতো হয়ে যাওয়া এই কনফারেন্সে দেশের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত প্রফেশনালরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক এর আহ্বায়ক রাশেদ মোশারফ চৌধুরি, উপদেষ্টা হাসান আখন্দ এবং উপদেষ্টা শারমিন সুলতান জয়া। তারা সংগঠনের নানা উদ্যোগ এবং মানবসম্পদ, কমিউনিটি ও অন্যান্য বিষয়ে অত্যন্ত যুগোপযোগী ও গঠনমূলক আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ প্যানেল ডিসকাশন ছিল। তার মধ্যে জেনজির বিষয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।

রিস্টার্ট ইউরসেলফ-এর সিইও জাভেদ পারভেজের সঞ্চালনায় পাঁচ জন জেনজি আলোচনায় অংশগ্রহণ
করেন।  

তাদের আলোচনা, অভিজ্ঞতা এবং দূরদর্শী চিন্তা অনেক প্রশ্নের উত্তর সহজ করে দিয়েছিল।

দেশের স্বনামধন্য সিইও এবং সুপরিচিত সিনিয়র প্রফেশনালদের নিয়ে এভারকেয়ার হসপিটালের সিনিয়র ডাইরেক্টর এইচআর কাইসার চৌধুরির উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন লাফার্জ হোলসিমের এমডি ইকবাল চৌধুরি, ব্র্যাকের সিনিয়র ডাইরেক্টর এইচআর মৌটুসি কবির, গ্রামীণ ফোনের প্রধান বিপণন কর্মকর্তা ফারহা নাজ জামান, মেটলাইফ বাংলাদেশের সিএফও আলা উদ্দিন এবং গ্রামীণ ফোনের প্রধান বিজনেস কর্মকর্তা ড. আসিফ নাইমুর রাশিদ।

অনুষ্ঠানে শ্রম আইন নিয়ে আয়োজিত সেশনে অ্যাডভোকেট জাফ্রুল হাসান শরিফ আলোচনা করেন।  

তিনি মূলত কর্মক্ষেত্রে কমপ্লায়েন্স বজায় রাখতে গেলে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং এর সমাধান নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি অনেক ইমার্জিং প্রফেশনালদের সরাসরি প্রশ্নের উত্তর দেন, যা ছিল প্রশংসনীয়।

সময়ের সবচেয়ে আলোচিত এআই- এর সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা করেন নেবুলা ডিজিটালের ব্যবস্থাপনা পরিচালক আজমান সামি।

মানবসম্পদ বিষয়ক অন্য একটি সেশনে আলোচনা করেন ম্যানেজ ওয়েল এইচআর-এর ব্যবস্থাপনা পরিচালক এবং অভিজ্ঞ এইচআর প্রফেশনাল সাইয়েদ আখতার হাসান।

এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক আয়োজিত অ্যানুয়াল এইচআর কনফারেন্স ২০২৫ সারাদিন জুড়ে ইমার্জিং, মিড-লেভেল এবং সিনিয়র প্রফেশনালদের মিলনমেলা হিসেবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ দিকে এইচআরে অবদান রাখা পাঁচজন গুণী মানুষকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে আজীবন সম্মাননা দেওয়া হয় মনোয়ার উদ্দিন আহমেদকে।

একসঙ্গে কাজ করে আসা আগের কলিগদের সঙ্গে অনেকদিন পর দেখা হওয়া, নতুনদের সঙ্গে পরিচিত হওয়া, নলেজ শেয়ারিং সব মিলিয়ে এটি ছিল একটি মনে রাখার মতো দিন।  

ইগলু আইস্ক্রিমসহ দেশের নানা নাম করা ব্র্যান্ডের সহযোগিতায় সারাদিন এ অনুষ্ঠান আলো ছড়িয়েছে। নতুনত্ব ছিল র‍্যাফেল ড্র- এর উপহারে। নানান সার্টিফিকেশন প্রোগ্রামও উপহার তালিকায় অন্তর্ভুক্ত ছিল, যা সত্যিই প্রশংসনীয়। আয়োজকদের অক্লান্ত পরিশ্রমের ফলাফল হিসেবে এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হয়েছে।

এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক বাংলাদেশ-এর প্রধান আহ্বায়ক রাশেদ মোশাররফ চৌধুরী এই আয়োজনের পেছনে সবার প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক বিশ্বাস করে, পরিবর্তিত আগামীতে পরস্পরের প্রতি সহযোগিতা, সম্মানজনক আচরণ এবং জ্ঞানভিত্তিক কমিউনিটির কোন বিকল্প নেই।

আগামী বছর কনফারেন্সে আরও সুন্দর কিছু করার প্রত্যাশা প্রকাশ করেছেন এইচআরইএন কমিউনিটির সব সদস্যরা।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।