বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় সিটি ব্যাংককে ২০২৪ সালের সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
আধুনিক ব্যাংকিং, সেবায় উৎকর্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে ব্যাংকটির ধারাবাহিক সফলতার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।
সিটি ব্যাংক দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ব্যাংকিং খাতে উদ্ভাবনী সেবা চালু করে আসছে। বিশেষ করে ডিজিটাল ন্যানো লোন, সিটি রেমিট ও ডিজিটাল এগ্রি লোনের মতো আধুনিক সেবা চালু করে উদ্ভাবন ও অন্তর্ভুক্তির নতুন মানদণ্ড স্থাপন করেছে। এর পাশাপাশি গ্রাহক-প্রথম দৃষ্টিভঙ্গি, দৃঢ় সুশাসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন খাতে প্রভাবশালী সিএসআর কার্যক্রমের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে।
এসব সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা প্রাপ্তি সহজতর করেছে।
এই অর্জন সম্পর্কে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এটি শুধুমাত্র একটি স্বীকৃতি নয়, বরং আরও উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যাংকটি আগামী দিনগুলোতে আরও জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে।
আরএ